(এটা একটি খসড়া মাত্র)
আগুনের চিরন্তন অধিকারে পবিত্রতার অদলবদল
পবিত্রতা আগুনের শিখায় শুদ্ধ থেকে
অশুদ্ধ হয়ে ফের মহাশুদ্ধির পথে চলে
তুমি সেখানেই বিষাদের বিকেল পার হও
গোধুলির যাবতীয় অপবাদের মরুর ধুলো মেখে
রাতের আঁধারে গোয়ালঘরে সেঁধিয়ে যাও
অন্ধকারে সেই কুঠুরিতে জ্বলে ওঠে আগুন
আগুন গ্রাস করে দুই নিবিষ্ট শরীর
শরীর ছিড়ে অগ্নিগিরি, তপ্ত লাভার নদী নামে
লাভার নদী দেবশিশু কে বাঁচাল সেই শিশুকে
আগুনে যার জন্ম ছিল দুধ দিল কে? আঁচলটা কার?
ভাগ তো জোসেফ, পূণ্য খুঁজিস? রাস্তাটা মাপ।
আমিই শিশুর জন্মদাত্রী আমিই ধাত্রী রক্ষাকর্ত্রী
আমিই পারি জন্ম দিতে, আঁচল এবং অন্ন দিতে
লোভের মধু অনেক খেলি, এবার পালা