যাও
যেতে পার
যত দূর চোখ যায়...

চোখের দোষ এই যে,
দূরের পাহাড়ে, জঙ্গলে
সাগরে বা দিগন্তে
গিয়ে ঠেকে যাবেই...।

সেখানে তোমার হাত নেই
মন তবু ছুটতেই চাইবে
গাছপালা-বন-নদী-সাগর পেরিয়ে
আরেকটা মনের কাছে।

আমি খুব তৃপ্তি নিয়ে
খুব কাছে ডেকে নিয়ে বলি...
যাও
চলে যাও
যে দিকে চোখ যায়... যার কাছে...
যত দূরে মন চায়
চলে যাও
যাও

-এসো।