(পাখতুনতোয়ার বাচা খান বিশ্ববিদ্যালয়ে কবিতা পাঠের আসরে গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদে)
"আমাদের নেকড়ে মুখে ফেলে দিলেন?"
স-ক্ষোভে বলেছিলেন গান্ধীভক্ত সটান যুবক,
কবিতা না-লেখা যুবক তখন ষাট ছুঁই ছুঁই
তারপর অনেক জল বয়ে গেছে সোয়াতের খালে
সেখানে এখন দাপিয়ে বেড়ায় কালো রাত
কালাশনিকভ আর ড্রোন
সেখানে এখন শুধুই বন্দুকের গান
সেখানে এখন রক্তের ধারাপাত
রক্তকণিকায় কি কবিতা থাকে?
কবিতার শব্দে কি প্রতিরোধের ঘ্রাণ?
কাবিতার উচ্চারণে কেন তবে ভয়?
কেন কবিতা নিশানা করে কালাশনিকভ?
সন্ত্রাস এক দিন জেতে, মাত্র একদিন
তারপর ফের স্বাভাবিক হয় জীবন
জ্ঞানের আলোকে ভাস্বর ফের বাচা খান
বারুদের গন্ধ মুছে গর্জে ওঠে কবিতার গান।