কাটা ঘুড়ির মতো শিমূলের ডালে
দোল খাচ্ছে আটকে পড়া শীত
পড়বো পড়বো করেও পড়ছে না
তাই সাগরে কমতি নেই আমোদস্নানে
জিরেনের রসে মিশেছে ইটভাটার ছাই
ঘনত্ব বেড়েছে, বেড়েছে শীতদূরত্বও
ফ্লাইওভারের মাথায় নীল সাদা
আলোর জালে পাতা কুয়াশাধরার ফাঁদ
হা-করা কলকাতা উর্দ্ধমুখী আজ
শিমূলের চোখে শীতহরণের কুহক
প্রাণহীন মহাশীতল হৃদয় নিয়ে
দমবন্ধ কলকাতা নীরব প্রতীক্ষায়