মাছে-ভাতে বাঙালি একটাও মাছ খায়নি আজ
বাজারে বাটা চারা নেই, পোনার দামও আগুন
দক্ষিণের মাছ নাকি এবছর হচ্ছে না পূবালী।
সার ও বিষে শীতের সবজিতে হস্তক্ষেপ নিষেধ
এই বুঝি মাথা ঘোরে! বিষের বাস্প উড়ে যায়
পোড়া রুটি যাও বা ছিল, তা খাবে কি দিয়ে
ডালের দাম স্পেসক্র্যাফটে মঙ্গলে দিল পাড়ি
বলো, এখন কি তোমায় ভুলে যেতে পারি?
##
রঙ চটা শাড়ি তোমার ছেঁড়া ও ফাটা, আমারও
গায়ে জামা নেই। লুঙ্গিতে পড়েছে অনেক গিঁট
সন্তানের ভবিষ্যতের পুঁথি শুধু বিবর্ণ অক্ষর
গোপনে টুকলির মন্ত্র শেখায়। রোগে মশক বা
ওষুধে ইঞ্জেকশন শুধুই শরীরে হুল ফোটায়
রাত অন্ধকারই দিনেও আলো জ্বালাতেই হয়
সত্যি বলো, এসময় কি তোমায় ভুলে থাকা যায়?