একসময় সাধ ছিল কারও নীল চিঠি
নীল খামে আসবে ঊষ্ণ ভালবাসা
থাকবে তিরবিদ্ধ গোলাপী হৃদয়ের ছাপ।

বহুদূর থেকে কাল এল তোমার চিঠি
নীল খামে পাঁচ পাচটি গোলাপী নয়
নীল হৃদয় মুচকি হাসছে স্মাইলি হয়ে
আর,ঠিক তখনই শুরু হল সমস্যা

কোথায় রাখবো তুলোর চেয়েও নরম
এই হৃদয়গুলি, যারা লোহার চেয়েও কঠিন
কাচের চেয়েও ভঙ্গুর, আর পাখির পালক
যার কাছে বড্ড ভারি মনে হয়

কোথায় রাখব? গোলাপের কাছে গেলাম।
সে আমায় কাঁটা দেখিয়ে সতর্ক করল
নোনা জল আর ঢেউয়ের ভয় দেখাল সাগর
বাতাসকে দেখালো ভাসমান বাজপাখি
আকাশে মেঘে মেঘে বজ্রপাতে অশনি সংকেত  

বনের ভিতরে হিংস্র শ্বাপদের ভয়
মরুভূমে কাঁটাগাছ আর তীব্র দহন
পাহাড়ের মাথায় বরফ, পায়ে পায়ে
খাদের অতল পতনের দূর্লঙ্ঘ্য আহ্বান

কোথাও স্থান নেই দেখে, মূর্খ আমি
তোমায় রেখে দিলাম বুকের কুঠুরিতে
হৃদয়ের মধ্যে যেখানে রাজকন্যা থাকে
নিয়ে চললাম নিত্যকার জীবন সংগ্রামে

৯ ডিসেম্বর,২০১৫