হাত বাড়ালেই অনেক লোক
হাতের পাশে দুঃখ শোক
শোকের গান জাগলো প্রাণ
প্রাণের টান মাঠের ধান
ধান খেয়েছে বুলবুলিতে
লাশ পড়েছে শীতের রাতে
হিমেল রাত আঁধার ছায়
রক্ত লাগে তারার গায়
তারার দেশ অনিঃশেষ
রাতের গায়ে বিষের রেশ
রাতের সীমা ছাড়ায় কে?
ঐ দুটো হাত বাড়ায় কে?
হাতের পাশে অনেক হাত
কাটছে বুঝি ত্রাসের রাত
পূবের আকাশ হচ্ছে লাল
বদলে যাক এ দিনকাল।
পূবের আকাশ হচ্ছে লাল
বদলে যাক এ দিনকাল।।