নদীর ধারে বুনোফুলের বাগান
হলুদ, নীল, বেগুনী ফুলের বাহার
রাতের গভীরে যেমন তারারা
নদীর জলে কেঁপে ওঠে তাদের ছায়া
ফুলগুলি কথা বলে ফিস-ফিস করে
সেই কথা শোনে চঞ্চলা প্রজাপতি
ছুটে এসে চুমু খায়, আদরে সোহাগে
ভরে দেয় ফুলেদের বুক... মধু জমে
আমি এইসব দেখি। আর ফুলবালাদের
দেখি কিশোরী থেকে যুবতী হয়ে ওঠা
প্রজাপতি-সঙ্গম... রতিবিহার... মধু জমা
নদীদের স্রোতে বয়ে যায় সেই প্রেমকথা
এই সুযোগে যে প্রজাপতিটা দুষ্টুমি করে
তুড়ি মেরে আমার গালে চুমু খেয়ে গেল
পাখায় তালি দিয়ে দুয়ো দিয়ে চলে গেল
আমি তাকে খুঁজছি একটা চুমুর জন্য