দখলপর্ব শেষ হলে পড়ে থাকে অবিশ্বাস
গুঁড়ো গুঁড়ো... চাপ চাপ... অন্ধকারের মত

আর ভেতরে থেকে যায় ব্যথা দুঃসহ
মনের গভীরে যেমন, ততটাই শরীরেও

অবিশ্বাসী দখলের পর চলে গেল
কর্তৃত্ব ফলিয়ে যাওয়া ভাঙ্গনের ঝড়

তখন কালবেলা। নাগিনীর দীর্ঘশ্বাস
ধিকিধিকি বুক ভরা দহনের জ্বালা

দখল দহনে এলে তাঁর শুরু শেষ নেই
কোথায় পালাবে তুমি? কোন চুলোয়?

শরীরে মরেছ, তাই মনের আগুনে পোড়ো
প্রতিরোধ আগুন জ্বালাবে যে, সে কই?
..............................

দুর্বাসা পত্রিকা