সারা রাত তারার আগুনে পুড়েছে মহাকাশ
সারা রাত ধোঁয়া উড়িয়ে ছায়াপথ দাপাল ঘোড়া।
এত যে আগুন, ধোঁয়া, বহ্নিজ্বালা, এই যে দহন
এই যে চাদনী রাতের নিঃসঙ্গ ত্রস্ত নিশিযাপন
ভোরের আগেই ধুয়ে মুছে দিয়ে চলে গেল ভোর।
ঘাসের আগায় এখনও লেগে তার শিশির-ছাপ।
ডানায় নরম রোদ মেখে চঞ্চল এক প্রজাপতি
গোলাপের পাপড়িতে পায়ে পায়ে দিয়ে গেল রেণু...


এই সব, এই সব ভয়ঙ্কর ঘটনা ঘটল কাল রাতে
সাক্ষী ছিল চাঁদ আর নদী। কেবল তুমিই ছিলে না