এ হিমেল সন্ধ্যায় মায়াবী কুয়াশা
চাদর বিছিয়েছে আ-ভোর রোদলাগা
দুধসর ধানকাটা মাঠে
দু-একটা শালিক ও চড়াই ঠোটে নিয়ে গেছে
অজান্তে পড়ে থাকা ধান
হিমানী সন্ধ্যায় কুয়াশায় ঢাকা সোনালী অঘ্রাণ।
ক্লান্তিকর সমুদ্রসফরের দিনগুলি ফেলে
কাল রাতে দীঘল চোখ আর
সবল পেশী নিয়ে ফিরেছে যে নাবিক
আজ তাঁর চোখে ভাসছে অন্য এক সমুদ্র
দুধসর ধানের সাগরে ভাসছে
ঘোমটা দেয়া গাছ-কোমর শাড়ি।
আজ রাত মধ্য যাম
কেবলই নরম স্বপ্ন
গ্রহণের, অঘ্রাণের।
শারদীয়া সংবাদ অঙ্গীকার, ১৪১৯