.
ইদানিং আত্মারা আর বহমান নয়।
.
আবহমান আত্মারা এখন বেজায় হালকা
অভিমানে থমকে দাঁড়ায়, মুখ থুবড়ে পড়ে
রক্তের সম্পর্কে আত্মীয়তা বোধে চুরমার হয়
.
আত্মারা এখন ইট খোঁজে, পাথর, সিমেন্ট, বালি
আত্মারা এখন দুধে জল হয়ে মিশে থাকে
উল্টোটা আর হতে পারে না; চেষ্টাও নেই
.
নিম ফুলের মধুর মত আত্মারা এখন
গুন-গুন মৌমাছি হয়ে মধুটাই শুষে নেয়
আত্মারা ইদানিং বিদেশী মদের নেশায় ভরপুর
.
লোকসঙ্গীতের আত্মারা আজকাল ফোক সং হয়
পল্লিগীতিতে বেস গিটার, ড্রাম, স্যাক্সোফোন
গণতন্ত্রের আত্মারা বুথ দখলের প্রশিক্ষণ পায়
.
আত্মারা শুধুই থমকে দাঁড়ায়। কিছু দুর্বিনীত
আত্মা গোধূলীর ধুলো মেখে রক্তাক্ত হয়
পথের উপর পড়ে থাকে ছেড়া জীবনের দীর্ঘশ্বাস
------------------------
১৪ অক্টোবর, ২০১৫
নবগ্রাম