~
নীল জল ছুঁয়ে পাতার ঘূর্ণী মেঘপরী জানে
ভাসমান চলা পাহাড়তলীতে সকাল বিকেলে
চু-কিৎ-কিৎ কিংবা হাডুডু নেহাৎ খেয়ালে
চিল-মৌটুসি গোপন সন্ধি বুঝি দেখে নিলে
.
নাইবা থাকল শিমুল-পলাশ-শ্বেত কাঞ্চন
রডোডেনড্রন, পপি বা পাঞ্জি রংমেখলায়
গিরিবালাদের ঠোঁট ছুঁয়ে যাওয়া গোধুলী-আঙ্গুল
জ্যামিতিক ভুলে জেগে থাকা সেই শালের পাতায়
.
ছুটে যায় ধারা অবিরল নেশা পাহাড় ধুয়ে
রঙ্গীত ছোটে তিস্তার পানে বন্য আবেশে
লাল-টিপ পরা বনটিয়াগুলো হদিশ জানে
আদিম-মিলন দেখেছিল তারা আকাশে ভেসে
.
আবার জেগেছে জলজ ঘূর্ণী সবুজ পাতায়
দেবদারু-ফার-শাল-সেগুনের বনান্তগ্রামে
রাত আঁধারে চাঁদ সেইখানে নেমে এসেছিল
নদীবালাদের নৈশখেলার নিশীথ যামে।
.
১০ অক্টোবর, ২০১৫