মানুষগুলো গাছ হয়ে যায় যখন
সমাজ বদলে বন
চতুর্দিকে ভীড় করে আসে কারা
যুগ-সন্ধিক্ষণ
নখ আঁচড়ায়, কেউ বা লেজে খেলে
গা ঘষে যায় কেউ
সমস্যাগুলো জোয়ারের মতো আসে
জঙ্গলে ওঠে ঢেউ
বেকারত্বের কথাই তো উঠবে না
কেউ দরিদ্র নয়
চোরাগোপ্তা হত্যার ছকও চেনা
বনে কিসের ভয়?
দিনের আলোয় আঁধার লেপটে থাকে
রাতের আকাশ ফর্সা
পাতায় ডালে বিষের ছলা ও কলা
প্রেমের প্রতীক বর্শা
বদল হাওয়ায় গন্ধক সোরা পটাশ
শিকড় দিয়ে শুষে
তাপে শুকিয়ে শরীরে ভরে নিয়ে
পাক্কা বোমারু সে
কোনও খবরই পান না বনের রাজা
তিনি থাকেন সুখে
গাছেরা আজ ক্ষুব্ধ ঝড়ের দোলায়
বিস্ফোরণের মুখে