আকাশে চাঁদ উঠেছে
কিন্তু, চাঁদে আমার কোনও অধিকার নেই
তোমার হিংসার বিন্দুগুলি
তাই আমাকে পাশ কাটিয়ে চলে যায়
তুমি দেখেও দেখছ না
যৌবনের লালসামাখা তোমার সর্বাঙ্গে
লেগে আছে ঘাতকের নেশা
লালসার স্বেদবিন্দুরা স্ফুটনাঙ্কের ঘরে।
.
তার আগেই এই রাতে
আমি চাঁদের শরীরে যৌনতার বিন্দু ছড়াব
বাসনার চন্দনে জ্যোৎস্না রেণু
আঁধারের ব্রাহ্ম মূহুর্তে চাঁদ গলে যাবে...।
ভুলেও দোষ দিও না।
অধিকারের বেহিসেবী সীমারেখা মেনেই
আমিও উতলা হবো
আমিও জড়িয়ে যাব মোহন পরকীয়ায়...
.
চাঁদের কলঙ্ক বাড়লে
সত্যি বলছি, আমার কিছুই যায় আসে না।