কম্বু পুরোহিতকণ্ঠের ডাকে এসেছেন স্বাহা
হোমানলে আজ তাঁর আহুতি উৎসব
নতুন কিছু তো নয়
আর্য কামনায় বাসনায় রাগে ও ঘৃণায়
নারীই তো পুড়েছে চিরকাল
আর, পুরোহিত মন্ত্র পড়েছেন -
- ওম স্বাহা! ওম স্বাহা!
.
আজও তেমনই এক বহ্নুৎসবে
স্বাহা এসেছেন শতকণ্ঠের ডাকে
অগ্নি গিলেছে তাঁর কৌশিকী কাঁচুলি
পাবক ছুয়েছে তাঁর স্তন নাভীমূল
শত শত লজ্জাহীন চোখে পুড়ছে শরীর
পুরোহিত মন্ত্র পড়েছেন -
- ওম স্বাহা! ওম স্বাহা!
.
আর্য ঋষিদের আজ মহোৎসব বটে
স্বাহার দহনোৎসব সব মঙ্গলের তরে
দোহাই বৈশ্বানর, হে বিবস্বান, রচ ধুম্রজাল
অন্তত ধোঁয়ায় ঢাকো নগ্ন নারীদেহ
লাজ রাখো সে নারীর যে কখনও দিয়েছিল
শৈশবের স্তনদুগ্ধ, কামনায় শরীর...
.........................................................
৩০ আগস্ট, ২০১৫