মূর্ত মানুষ মূর্তির ছাদে ঢালে
বিমূর্ততায় আড়ালে বা আবডালে
কে তুমি, কখন, কিসের ছন্দে নাচো
কখনও পাতালে কখনও বা মগডালে
.
শেকড় চাড়িয়ে প্রায় রসাতল দেখো
মাথা উচু হলে লুব্ধক কথা বলে
দেখেছো কখনও মাঝ কোমরের কাছে
জমা ক্লেদ মেদ বিনাশের খেলাখেলে
.
তাঁর চেয়ে ভালো আসল স্বরূপ চেনা
ক্ষতির বহর কমে যায় তাতে জানি
অহংকার কি তবু তুমি ছাড়বে না
দম্ভ তোমায় ধ্বংসাবে সবখানি
--------------
(যুক্ত কমিটি শারদ সংখ্যা, ১৯৮৮)