দীর্ঘ সুড়ঙ্গ অন্ধকার
অন্ধকার নিকষ কালো
নিকষ কালো আঁকাবাঁকা পথ
আঁকাবাঁকা পথ অনিঃশেষ
অনিঃশেষ বিবশ মন
বিবশ মন তবু বিশ্বাস
তবু বিশ্বাস
ফিকে হবেই
অন্ধকার
দেখা দেবেই
আলোর রেখা
প্রাণের দেখা
জীবনরঙ্গে
এই সুড়ঙ্গে...