মনখারাপের জানালায় সাঁঝের ফ্যাকাশে আলো
বৃষ্টি পড়ছে শালজঙ্গলে অবিরাম জমকালো
.
একলা বিকেলে আত্মরতির নীরব অহঙ্কার
অদূরে দাঁড়ানো কুটিল রাত্রি পুড়ে পুড়ে ছারখার
.
পর্দার মতো বন্ধুত্বরা চোখের সামনে ঝোলে
হাওয়ায় নাচে নাকের সামনে, ডান থেকে বাঁয়ে দোলে
.
মনখারাপের সকাল-সন্ধ্যা দেওয়ালের ঝুরো চুন
বাতাসের ঘায়ে আপনিই খসে দেয়ালেই গুম খুন
.
ছোপ ছোপ কিছু দাগ রেখে যায় বিনির্মাণের রাত
পথ চলে যায়, এগোয় পিছোয়, বন্ধু বাড়াও হাত।