পাঁচিলের গায়ে মাথা তুলে দাড়িয়েছে সে।
প্রতিদিন সূর্য এসে রোজ মুখে চুমু দিয়ে
বলে, ভাল আছো তো...
.

দেয়ালের গায়ে খামখেয়ালে জন্ম নেওয়া
সেই চারা শোনে, সূর্য বলেছে তাকে-
'পাথরের রস টেনে বাঁচো'

---
কোন্নগর
জুন, ২০১৫

দমকা হাওয়া
পুজো, ২০১৫