সিগারেটের ধোঁয়ায় ধোঁয়ায় একসময়
জ্বলে পুড়ে শেষ হবে রাত
আগুনের শেষ রেশটুকু নিভে যাবে।
নিকোটিন ছাপ মেখে আঁধার তখনও
আমাদের জাপটে ধরে থাকবে
নিজস্ব নিয়মে... তীব্র কামনায়
জল ভেঙে উঠে আসবে বাসনার হাত


অপেক্ষায় থাকবো তখনও, হবে না প্রভাত।