#
বৃষ্টির ফোঁটাগুলো
লোভি যুবকের দৃষ্টির মতো
গলা বেয়ে চালান হয়ে যাচ্ছে বুকের ভাঁজে
#
বৃষ্টি ফোঁটার ছোঁয়া
শরীরে খাঁজে যেখানে সেখানে
কিলবিল করে গড়িয়ে গড়িয়ে নিচে নামছে
#
চোখের পাতায়
ফোটাগুলোকে রাখা যাচ্ছে না
কান্নার মতো গাল বেয়ে বেয়ে নেমে আসছে
#
ওরে বৃষ্টি,
তোর কাছে আদর চেয়েছিলাম।
তুই আমায় নিয়ে চলেছিস এ কোন পথে?
# #

মণিকুন্তলা, শারদীয়া