...

সবে রাত্রির সঙ্গে সঙ্গম সেরেছে সে
অতৃপ্ত জাগছে নিশা
আলুলায়িত চুল তাঁর ছেয়েছে আঁধার
তখনও বাকি দহনের প্রহর
শিকেয় রইলো তোলা সবিতার ভোর।