পায়ে পায়ে পথ চলা অনন্ত জীবন
কাঁটা কিছু কম তো ছিল না জানি
নিরন্তর সংগ্রাম বুঝি মধুর যাপন
ধানসিঁড়ি যেখানে ঘুরে গেছে গাঁয়ে
সেখানেই বুঝি রাখা ছিল চাবিকাঠি
আর রাঙ্গাপথ ডেকে নিয়েছিল বাঁয়ে
পৌষালী ধানীগন্ধে নবান্ন উৎসবে
মঞ্চমাঠ চষে যায় বাউল হাসান
লালনের বংশধর মুক্তির আহবে
চলার তো শেষ নেই, পথেরও না
বাউল, তোমার হাতেই দেখো আমারও
হাত, সবার সঙ্গে হেটে এই পথ চেনা
---------------------------------
(হাসানরা-লায়লাদির ৫০ তম বিবাহবার্ষিকীতে শ্রদ্ধা)