বুলেটে বুলেটে বিদীর্ণ হলেও
আমার মৃত্যু হয় না
জ্বলন্ত সীসার টুকরোগুলি
আমি শরীরে সাজাই
বুলেটের তীব্র বিষে কৃষ্ণকায় শরীর
আমি অমারাতের আকাশে
নক্ষত্র হয়ে জ্বলতে থাকি
পুড়তে থাকি সারারাত
বেদনার ক্ষতচিহ্নগুলিতে
সময়ের মলম লাগাই, গল্পের
ব্যান্ডেজে মুড়ে রাখি ক্ষতচিহ্নগুলি
গোলাপগুচ্ছের মত তারা শোভা বাড়ায়