কাল রাত থেকেই প্রসব বেদনায় কাতর
আজ সকালে দেখলাম ভরাগর্ভিনী আকাশ
থমথম মুখে ঝুলে আছে

সামান্য বাতাস তাঁর উদ্বেগ কিছুটা কমালেও
নবজাতক বৃষ্টির অপেক্ষায় আমরা সবাই

অধীর আগ্রহে আছি