(সাংবাদিক সুখরঞ্জন সেনগুপ্ত-কে সম্বর্ধনার আসরে)


এখানে অনেক গাছ। কলসপত্রী
হাঁ করে আছে। টপ করে গিলে
খেতে চায়। এখানে অনেক ফাঁদ
পাতা আছে সুনিশ্চিত মুগ্ধতায়
একটু এপাশ-ওপাশ হলে জিভ দিয়ে
টেনে নেবে অজগর-ময়াল, সেও আছে।

তবুও নির্ভয় আমি, পেয়ে গেছি দেখা
সেই মহীরূহের যার স্নিগ্ধতার ছায়া
ব্যপ্ত হয়ে আছে মাইল মাইল জুড়ে।
যার শিকড়ে জমেছে মধুর ভাণ্ডার
আর, পাতায় পাতায় সবুজের স্নেহ।

তাকে কি নাম দেবে, ভাবনায় নেই
যা খুশি দিতে পার, সে দায় তোমার।
আমি জানি পূর্বপুরুষের ছায়া
বড়ই সুখরঞ্জিত, মধুর, স্নেহময়।