১/
আমি চাইলেই নাকি আকাশের চাঁদ এনে দেবে
একটু তফাতে যাও,
বুকের ভেতরে তাকাও
সেখানে রক্তের দাগ। এত সহজেই মুছে যাবে?
২/
যেভাবেই দেখ, সোজা বা উলটো
রমাকান্ত কামার থেকেই যাবে
তুকতাক, ঠুকঠাকে নেই
পারলে এক ঘা দেবেই দেবে।
৩/
হ্যাঁ, শরীরে শরীর। এটুকু বললেই
রকবাজ ছেলেদের আলাদা শিহরণ
ভিড় বাস, ট্রেন থেকে নেমেও
হায় রে মরণ, কী মরণ