আমার পতিসর নেই, শিলাইদহ কিংবা শান্তিনিকেতন
হৃদয়ে সঙ্গীত আছে, প্রাণের গহীনে শব্দের নন্দনকানন
~
ক্ষতবিক্ষত তবু তোমারই তো মতো ঘরে ও বাইরে
দ্বন্দ্ব-সংঘাতে জর্জরিত হই নিত্য অন্তরে অন্দরে
~
সপ্তাহের শেষে তুমিই আমার ঝুলন্ত একমাত্র সাঁকো
জোড়াসাঁকো, সুরুল নেই, এভাবেও তুমি কাছে থাকো।
নবগ্রাম, ৮ মে,২০১৫