মাচুপিচু থেকে হাওয়ায় উড়ছে শাড়ি
পিরামিড থেকে আতরও আনতে পারি
যদি একবার বাদাম ওড়াও নীলে
ব্যাবিলন থেকে রঙ্গীন নিশান ওড়ে
কালবোশেখীর মেঘলা আকাশ পোড়ে
ভাসানবেলায় শাপলা ফোটানো বিলে
তিন হাত জমি এতই কি দামী ছিল?
ভালোবাসা দেখো কী ভীষণ জমকালো
হা-স্বদেশ, তোর মন বোঝা ভারী দায়
ইঁদুর-জমানো ধানটুকু যদি দিতি
কমতো না কিছু মুনাফাখোরের স্ফীতি
কমে যেন ভীড় মৃত্যুর আঙ্গিনায়
ধ্বংসস্তুপ সাজানো হরপ্পায়
কার তাতে বলো কী-বা আসে যায়
বিকানো সময় এখন ল্যাংটা নাচে
ফুলদানি ভরে গণতন্ত্রের ফুলে
কুড়ুলের প্রেম মানবিকতার মূলে
ছিন্নমস্তা সময়ে থাকছি বেঁচে।
কলকাতা,
২৫ এপ্রিল, ২০১৫