নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে...
...
কালও কি আকাশ মেঘলা ছিল। রাতে না কি
দু-এক ফোটা কেঁদেওছিল অন্ধ আকাশ?
তা না হলে, কেন আমার মনে পড়বে
তোর সে কথা সূর্যমুখী এই সকালে?
নতুন বছর আসতে এখনও একটি দিন তো আছেই বাকি...
মনে পড়ে, কৃষ্ণচূড়ার সেই সকালে
রাধাচূড়ায় চুল সাজিয়ে তুই যে ছিলি ঠিক সামনে
ছাতিম-মুলে রাণুচ্ছায়ায় গান গেয়েছি সবাই মিলে
ছোয়াও প্রাণে আগুনের সেই পরশমণি ...
সে কি কেবল প্রাণের ঘরে আগুনজ্বালা বুলেট নিতে?
আজও আমার ইচ্ছে করে, নতুন বছর,
ইচ্ছে করে পা মেলাতে প্রভাতফেরীর অমোঘ টানে
ইচ্ছে করে কব্জিডোবা পান্তা-ইলিশ-শুঁটকি দুপুর
ইচ্ছে করে সবাই মিলে গান কবিতায় মুখর বেলা
কলরবের সন্ধ্যাপ্রদীপ, মুগ্ধচোখের চান্দ্রনিশি
শুধু যদি একবার তুই এসে দাঁড়াস বুক চিতিয়ে...
..............................
কলকাতা, ১৪ এপ্রিল