১
একাধারে দুই বার ভিজেছি সে রাতে
ঝড়ের পর চাঁদজোছনায় বৃষ্টিভেজা ছাতে
২
শিশিরে ধোঁয়া ঘাস-পাতা মাঠে
গুঁড়ো জোছনারা আজ বিছানা পেতেছে
৩
পাখীর কুজন থেমে গেলে চৈতালি সন্ধ্যায়
আমের প্রেমে বিভোর কালবৈশাখীরা আসে
৪
সন্ধ্যে নামার পর গ্রামে আলো-আবছায়ায়
ত্রস্ত পথ-ঘাট একাই এঁকেবেঁকে চলে যায়
৫
পাখী যদি ডাকবেই এই অবেলায়
তবে তুই নুপুরের ছন্দে জলে আয়
৮ এপ্রিল,২০১৫