কথা ছিল
এ-তাবৎ দু’টি কালবৈশাখীর
কথা ছিল প্রবল ঝড় ও বৃষ্টির

গঙ্গার এপারে ওপারে তাই চমৎকার
উলঙ্গ নপুংসকেরা লুঠে নিল সব দুই প্রবীণার
এ-পারের নাগরিকা খুন

উফ! বড্ড গরম! গায়ে জমছে নুন

মগজে আগ্নেয়গিরি, হৃদয়ে সশস্ত্র কুচকাওয়াজ
চমকায় বিদ্যুৎ, গর্জায় বাজ
অথচ আকাশ নীল, গেরুয়া মাটি
আর সবুজ গাছ
ধমনীতে ঊষ্ণ শোনিতের স্রোত

চিহ্নিত বদলের মেজাজ।

-------------
কোন্নগর
মার্চ, ২০১৫
প্রসাদ পত্রিকা