আর হ্যাঁ,
আর কিছুক্ষণ এভাবে তো থাকাই যায়
বাতাসে এখনও শুরু হয় নি ষড়যন্ত্রের ফিসফাস
গর্জায় নি চণ্ড আক্রোশে কোনও ধর্মগুরু মেঘ
গুলি-বন্দুক বা তির ছোড়েনি কোনও ইন্দ্রজিৎ

আর একটু সময় থাকো

না হয়, আজ বৃষ্টি আসবে
না হয়, তুমুল বৃষ্টিতে ভিজে যাবে দোপাটি রঙা শাড়ি
আর, রাঙা হবে তোমার বিষন্ন কপোল
না হয়, চোখের কাজলের রেশ গলে
প্রকাশ হয়ে যবে অন্তহীন প্রশ্রয়

আর একটু সময় থাকো

কে জানে,
তুমি চলে যাওয়ার পরেই ঝলসে উঠবে না
কোনও চাপাতি বা ত্রিশূল
এই গলা, ঘাড় বা বুকের বাঁ-ঘরের দিকে
নিরপেক্ষ মগজের ধর্মবাদী জবাবে

কলকাতা,
৩১ মার্চ, ২০১৫