বৃষ্টি এবং পলাশ যখন যুগলবন্দী
মন-শরীরে হয় না কেন গোপন সন্ধি

রোদ্দুর আর দখিন হাওয়া উদোম হলে
শরীর কেন সঙ্গোপনে আগুন জ্বালে

শিশির এবং শিউলি এসে গোপন কথায়
রাত গভীরে জ্যোৎস্না ঢেলে শরীর জ্বালায়

কোন্নগর
মার্চ, ২০১৫