~~~
এখন ফাল্গুন মাস,ঘোর ফেব্রুয়ারি
এখন বসন্ত, তবু নেমে এল তীব্র শীত
মেরুদণ্ড বেয়ে। অবশ্য ছিল কি তা?
আদৌ কি মেরুদণ্ড হয় সব মানুষের?
বসন্তের মুক্ত বিহঙ্গ কোকিলকে দেখি
শুয়ে আছে রাজপথে ভিড়ের মাঝে
রক্তের বন্যায়। রক্তাক্ত বন্যা উঠে দাঁড়িয়েছে
কোকিলার ডাকে সাড়া দিচ্ছে না কেউ
এ কিসের বসন্ত? কোকিলের মাথার
রক্ত রাজপথ ধুয়ে দিচ্ছে, সে-কিসের বসন্ত?
~~~
কোন্নগর,
২ মার্চ, ২০১৫