~~
খোকা, তুই কি আমার কাছে ভাত চেয়েছিলি?
ফেলে যাওয়া থালায় রইল পড়ে জুঁইফুল দানা
রক্তের ছিটে আর বাংলার মাটি গায়ে মেখে
বুড়িগঙ্গা-কবোতাক্ষ-শীতলক্ষ্যার জলে ভেসে
তুই এখন কিছু অক্ষর হয়ে বরাক নদীর বুকে
একুশের রক্তমাখা ক-চ-ট-ত-প-ফ-ল বা হ
রেলস্টেশনের মাটি বলেছিল - ‘তুলে লহ’
বুকের শোনিতে ভেজা পলাশ বা রক্তজবা
ঘন নীলিমায় যার আগুনে স্পর্শ লেগে আছে।
কেউ কারও কাছে কিছু কি চেয়েছিল?
আজও কি সে-সব মনে আছে?
অক্ষাংশ ছেড়ে সূর্য চলে গেছে দ্রাঘিমায়
আর ঘুরে ফিরে একুশের ঢাকা থেকে
ঊনিশের বরাক হয়ে গ্রাম-গ্রামান্তরে
মাথা তোলে উচ্চারিত মাতৃশব্দের সুউচ্চ মিনার
প্রত্যেকটি তারার নামে, প্রত্যেক ফুলের নামে
প্রতিটি জলধারার বাঁকে প্রতি অক্ষরের নামে
তেতুলিয়া থেকে টেকনাফ, কালচিনি থেকে কাকদ্বীপ
প্রত্যেক বাঙালি হৃদয়ে স্থায়ী হয় নিজস্ব অক্ষরধাম
মহাকাশে জ্বলজ্বল তার চূড়ার কাছে লুটায় ফেজ-পৈতে-তসলি
~~~~~
কোন্নগর
২০ ফেব্রুয়ারি