শিশিরের শব্দ ভেঙ্গে গড়ে ওঠে নষ্ট চন্দ্রকলা,
বাতাসে রাত্রির ঘ্রাণ, উন্মত্ত নাগরিক শৃঙ্খলা
সব চুরমার হলে ভেসে আসে ভোরের আজান
তোমার কপালে জ্বলে জ্বলজ্বল লাল বিবস্বান
এই স্বাদ যদি কোনওদিন ডিঙ্গা বেয়ে আসে,
রঙ্গিনী নদীর স্রোতে টুকরো টুকরো চাঁদ হাসে,
দিব্যি ছেড়ে চলে যেতে পারি মায়াবী জগৎ
বিশ্বাসী মানুষের হাতে দিয়ে গোটা ভবিষ্যৎ;
শুধু যদি একবার বলো, ‘ভেঙ্গো না শপথ’।
কোন্নগর,
১১ ফেব্রুয়ারী, ২০১৫
(কে যেনো বললো আজ প্রমিস ডে)