উড়ছে খোলা চুলের গুছি, বইছে কালো নদী
হিমেল হাওয়ায় ভাটির টানে চলাই নিরবধি

ও মেয়ে, তুই নদী হবি, না কি শুধুই মেয়ে
রাতের আকাশ অঞ্জলি দে আমার দিকে চেয়ে

রাত ফুরালো, ঘাট পেরলো কালিমাখা চাঁদ
ফুটলো কি ফুল ভাঙ্গা ডালে? কেন এ বিবাদ

নদীর বুকে লেখাজোখা, জলের দূর্গ গড়ি
তুই বললে এই এখনই বাইবো দেহতরী

লাঙ্গল দিয়ে চষতে পারি ভরাগাঙ্গের বান
ফুল ফুটবে আঙ্গিনাতে। মন করে আনচান?

ও মেয়ে, তুই নদীই থাক, উদোম খোলা চুলে
ভাঙ্গন-ধরা মাটি ভাসুক সুখ-দুঃখ ভুলে

উজান নদী ভাটির নদী নদীর নাম কালো
জলকে চলে মনকে বলে, রূপেই জমকালো

জেএসবি
২৫ ডিসেম্বর