ফুলমালা দেবদারু বাসমতী ধান
ভরা ডালি নিয়ে তুমি এসেছ অঘ্রাণ।
এমন শিশির ভেজা জ্যোৎস্নার রাত
প্রথম ছুঁয়েছে মুখ এই দুই হাত।
আরেক জ্যোৎস্না আজ, বিমুগ্ধ প্রহর
মাঝে কেটে গেছে দেখি পঁচিশ বছর।
কুয়াশা এখনো ঢের, শীত আগমণী
চুরি ও অলকে রোজ স্বপ্নজাল বুনি।
লাগেনি ঘুণের ছাপ মনের সেতুতে
রোদ জল হিম কিবা বসন্ত ঋতুতে।
শিউলি, বকুল কিম্বা বুনো ফুল পেলে
কবরীবিন্যাস করো নিত্য অবহেলে।
সতেজ জীবন আজও, সুন্দরের ঘ্রাণ
এমন করেই থাকো, আমার অঘ্রাণ ।।
৭ ডিসেম্বর, ২০১৪