###

ফুলের আকাশ থেকে সাতনরী হার খুলে গেলে
পলাশ পাপড়ি মেলে বসন্তের সুবাস গায়ে মেখে
আকাশে উড়িয়ে দিয়ে রঙিন নিশান
ঝুমকো সাদা খিরিশের তাই দেখে সে কি হাসি,
ডেকে বলে ওরে শোন, আমাকে তুলে নে ভালবেসে
না হলে, কে মাখাবে তোর গায়ে শুভ পদ্মরেণু?

আগাছায় ঘুরে ফিরে চুমু দিয়ে অজানা কুসুমে
ভ্রমর এসেছে সবে হাতে নিয়ে সাতনরী মালা।
কাকে দেবে, ভাবনায় গুঞ্জরিত মন খোঁজে কাকে?
শুধুই আশোক জানে গোপন সে-কথা। ভ্রমরী আচ্ছন্ন
ঘুমে অশোকের গায়ে। তখনো হয় নি শেষ
পরকিয়া প্রেম, কাটেনি তো ঘোর। আমি সাক্ষী তার
###
কোন্নগর
৩ ডিসেম্বর, ২০১৪