***
অন্ধকার শুরু হলে আলো দ্রত খেলা করে
তুমুল নৈঃশব্দ ফেটে কলরব তুলো হয়ে ওড়ে
এ-জন্ম সংসারে প্রপিতামহের স্নিগ্ধ হাতছানি
বৃদ্ধ পিতা ভুলে গেছে সব নাম, দিনে রাহাজানি
সাগরের মন্থনে ওঠেনি মদ বা অমৃতকলস
মণি-মুক্তা যদিও বা, অধরা অর্থ, নাম-যশ
হরিণীর ত্রস্তপায়ে ছুটে যাই ঘাসের সন্ধানে
জীবনের মানে খুঁজে মরুভূমে সাগরসঙ্গমে
***
কোন্নগর,
২২ নভেম্বর, ২০১৪