যত দিন ধরে তুমি
আকাশের নীলে ভাসিয়েছ সাদা ভেলা,
ততদিনই আমি লগি ঠেলে বৈঠা টেনে চলেছি।
ঊড়িয়েছি স্বপ্নিল বাদাম
বৈঠা বাইছি আর বাইছি, লগি ঠেলে ঠেলে
পৌঁছতে চাই সেই সবুজে ছাওয়া
ঊষ্ণতার দ্বীপে, যার গভীরে
লুকানো আছে তোমার হৃদয়।
এক অবিশ্বাসী স্রোত বয়ে চলেছে,
তীব্র বেগে, বয়ে চলেছে নৌকার তলা দিয়ে।
আকাশের সাত সমুদ্র পাড়ি দিতে দিতে
কোন বন্দরে যেন মিশে গেছে দিগন্ত।
আমি চলেছি সেই লক্ষ্যে...
ভাসিয়ে দিয়েছি লাঙ্গল ও হাল
বীজ ও খনিজ
জল ছুঁয়েছে উত্তরীয়
যাব তোমার ছয় দুয়ারি তিন মহলা বাড়ি
নেবে আমাকে ডেকে?
কে দেবে পাততাড়ি...
----------------------------
কলকাতা
৭ নভেম্বর, ২০১৪