শূণ্যের ওপার থেকে মেঘ হয়ে নেমে আসবো বুকে
আর, মিষ্টি চুমোয় শিউড়ে উঠবে প্রতি রোমকূপ
ঘাসের ডগায় ঝুলে থাকবো চুমুর জ্বলজ্বলে ফোঁটায়
কখনও সূর্যকেও ঢেকে দেব চেয়ে কাঙ্খিত আঁধার
প্রেম বাসনায়
ধানক্ষেতে চারাদের নিয়ে ডুবজলে লুটোপুটি খেলা
ভালবাসাইয় উপছে যাচ্ছে খাল-বিল-নদী-নদ-নালা
নেহাতই বাসনায় চাতকের দীর্ঘ প্রতীক্ষার হল অবসান
মাটির সোদা গন্ধে পাও নি কি কামনার ঘ্রাণ
চুপ কথামালায়
সে সবই তো আমার... তোমার কাছে আসার ইঙ্গিত
আকাশের ঘন মেঘ হয়ে নেমে আসি, বজ্রে চমকাই
কদমের ফুলে ঢেলে দেই গোপন গন্ধের আতর খুশবু
ময়ূরের প্রসারিত পেখমে তোমাকেই জড়িয়ে ধরতে চাই
শুভ কামনায়
কোন্নগর
১৮ অক্টোবর,২০১৪