(সইফুদ্দিন চৌধুরির মৃত্যুতে)
তোমার ভরসার হাত
আমার দুর্বল কব্জিকে মুঠোয় ভরেছিল
ঠিক তখন, যখন স্তব্ধ রাতের
মায়াবী আলোর হাতছানি, কুহকে ডেকেছিল
কোনও একদিন কোনও এক গাছের
ছায়ায় দাড়িয়েও ভেবেছিলে, সেখানেও
তেমন আশ্রয় নেই। পাখীর কুজনে
শুনেছিল মেটালিক সিম্ফনির স্বরগ্রাম
বিশ্বাসের ভিতে সেদিনই শুরু হল
নতুন এক পর্ণকুটির
সোনালী পাতার হিন্দোলে
নতুন হাওয়ার গন্ধ তুমিই তো পেয়েছিলে
আজ আবার বন্ধুদের কুটিল চাউনি
সাপের শিসের শব্দ, কুড়ে কুড়ে খায়
স্তব্ধ নিশুতি রাত, কিন্তু তুমি নেই,
কেউ তাই বন্ধু ভেবে ধরে নি তো হাত।
নয়া দিল্লি