আরব সাগর আরবি ঘোড়া জল থৈথৈ ছলাৎচ্ছল
সাঁঝের দেয়া কুসুম খেয়া ও মেয়ে তুই জলকে চল
ঘাটের পথে মনের রথে কদমতলা কানুর পা
রাইসোহাগী ঘর-বিবাগী বিষের বাঁশি তফাৎ যা
নষ্ট নীড় ভ্রষ্ট তীর ছেঁড়া পোষাক রক্তছাপ
কোথায় হেম? দগ্ধ প্রেম শরীরজুড়ে ধ্বস্ত পাপ
মায়ের মান মেয়ের জান বাপের স্বপ্ন ভায়ের লাশ
দেশ পুড়ছে মেয়ে জাগছে অস্ত্র সড়কি ও নাগপাশ
সেদিন শেষ যে দিন বেশ গাইবে মেয়ে হে রামধূন
হাত বাড়ালেই শরীরপানে ধর্ষক আজ হবেই খুন
কোন্নগর, ২০ জুলাই,২০১৪