তুমি পলাশফুল নিংড়ে এনে রাঙিয়ে দেবে বলেছিলে
আমি অপরাজিতা লতায় তোমায় আজকে কেমন সাজিয়ে দিলাম
তুমি জলসই বলে পদ্মপুকুরে সপ্তডিঙ্গা ভাসিয়ে দিলে
আমি তোমার নাকের নাকছাবিটির মুক্তোডাঙ্গায় ঘর বাঁধলাম
তুমি নীল সাগরে মেঘের ভেলায় বাতাস বেয়ে দিলে পাড়ি
আমি তোমার কানে ‘টুকি’ বলে তোমার চোখেই চোখ রাখলাম
তুমি হাসনুহানার গন্ধ মেখে লবঙ্গফুল ছড়িয়ে দিলে
আমি কোথায় এবার খুঁজবো বলে মনমাঝারে হাত পাতলাম
কোন্নগর, ২০ জুলাই,২০১৪