ঘর্মাক্ত জীবনে ইট-কাঠ-পাটকেল মেপে হাঁটা
শহরের পথেঘাটে হা করে থাকে হাইড্রেন
ট্রেনে বাসে ঘামে ঘামে বঙ্গোপসাগরের নুন
জুঁই-চামেলি-বেলফুলের মালা গাঁথা হয় না
উড়ুক্কু চিলের মতো মন ছোটে উর্ধে উর্ধাকাশে
কোনও সজল মেঘ যদি ভেসে আসে ভুল পথে
খর জৈষ্ঠ্যের ঘুঘু-ডাকা একাকী নিঃসঙ্গ বেলায়
যদি এক বিন্দু জল ঝরে পড়ে ফসলের মাঠে
শুধু ‘যদি’গুলি ঝুলে থাকে ঝুলকালি মেখে
‘আশা’ আর ‘স্বপ্ন’গুলো শিমূলতুলোর মতো ভাসে
আশেপাশে দূরের আকাশে ভেসে যায়
কোনদিকে যাবে কে জানে পথ-হারা ভেলায়
হঠাৎ চঞ্চল যেন বাতাসের বহমান স্রোত
ভেসে যাওয়া তুলোট স্বপ্ন আর রাশি রাশি আশা
হু-হু করে ফিরে আসে জল মেখে জল মেঘ টেনে
কালবৈশাখী পাঠিয়েছে আরব সাগরের মেয়ে
কোন্নগর, ২০ জুলাই,২০১৪