আকাশের নীল ছাদে কাঁটা ঘুড়ির মত ভাসমান
মেঘের মত আমাকে আড়াল করে
স্নেহ মায়া মমতা ভালবাসা
লতার মত জড়িয়ে থাকে
আষ্টেপৃষ্টে বেঁধে ফেলে
মাকড়সার জালের মত
বাহারি সুতোর জালে
আপাদমস্তক বাধা
ভালবাসার তন্তুগুলো
সারা গায়ে জড়িয়ে থাকে
বোতাম হয়ে চেন হয়ে ক্লিপ হয়ে
চারদিকে চেপে লেগে থাকে
শরীরে লেপ্টে থাকে ভালবাসা
ভালবাসা ছিল শান্ত পুকুরের টলটলে জল
কিংবা শালগাছের মত সরল সোজা
জল তাঁকে ভালবেসে মাটির গভীরে পা ধুইয়ে দিত।
গাছের পাতারা এই গরমেও ঠাণ্ডা হাওয়া দিত
সে ভালবাসা আমার চাই না।
চাই, চর্যাপদের মত বুনো ভালবাসা
সুতোর জাল ছিঁড়ে, ক্লিপ খুলে,
একটানে বোতামের চোদ্দপুরুষকে শ্মশানে পাঠিয়ে
ঘুন পোকা হয়ে ঢুকে যায়
হৃদয়-কন্দরে। প্রতি শ্বাসে বাজুক তার বাঁশি
আর, রক্তের ধারায় নামুক প্রগাঢ় শান্তি…