নিহত গোলাপের পায়ের কাছে
প্রগাড় ভালবাসায় আমি সাজিয়ে দিলাম
কয়েকটা ছেঁড়া পাপড়ি…
গোলাপেরই

কাঁটায় ভরা গোলাপডালের চেয়ে
সেগুলি অনেক নরম আর সুগন্ধী